২৫ লাখ টাকা আত্মসাৎ, তহশিলদার আটক

ভূমি উন্নয়ন করের চালান জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক তহশিলদারকে আটক করা হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে তাকে আটক করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, জেলা প্রশাসনের নিয়মিত দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। একই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিস সহায়ক এমদাদকে আটক করেছে। আটক শাহাদাত হোসেনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

অভিযুক্ত শাহাদাত হোসেন বর্তমানে কাট্টলী সার্কেল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, শাহাদাত হোসেন তার পূর্ববর্তী কর্মস্থল মহানগর আগ্রাবাদ সার্কেলের দক্ষিণ পাহাড়তলি ভূমি অফিসে কর্মকালীল সহযোগী এমদাদসহ ভূমি উন্নয়ন করের চালান জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। ওই ভূমি উন্নয়ন করের  টাকা সরকারের কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম থাকলেও জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। চলমান অভিযানে বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে অভিযুক্ত শাহাদাত হোসেন ও অফিস সহায়ক এমদাদকে আটকের নির্দেশ দেন। এরপর মহানগর আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে একটি দল শাহাদাতকে আটক করে ডবলমুড়িং  থানার পুলিশের কাছে সোপর্দ করে। অন্যদিকে অফিস সহায়ক এমদাদ দুদকের হাতে আটক হন।