সন্ত্রাসীর আস্তানায় অভিযানে একে-৪৭ সহ অস্ত্র উদ্ধার

রাঙামাটির বন্দুকভাঙ্গায় সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে বামে ত্রিপুরাপাড়ায় দুর্গম পাহাড়ে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী।

অভিযানে একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুল সংখ্যক গোলাবারুদ, আড়াই লাখ টাকা, চাঁদাবাজির রশিদ ও পোশাক উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়ায় দুর্গম এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে উল্লেখিত অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়।

ইউপিডিএফের গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অংগ্য মারমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত না। ইউপিডিএফ কোনোভাবেই অস্ত্রের রাজনীতি করে না। পাহাড়ে যেকোনো ঘটনাই ইউপিডিএফকে দায়ী করার এক অপরাজনীতি অংশ এটি। আমরা আরও শুনেছি, ওই এলাকা থেকে পাঁচ জন নিরীহ মানুষকে তুলে নেওয়া হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি চাই।’