ক্যাম্প থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে শালবন শরণার্থী  ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের থেকে পাঁচটি লম্বা রামদা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কেফায়েত উল্লাহ (২২), মোহাম্মদ আলম (২৫), জাহির আহম্মদ ওরফে জাকির আহম্মদ (৪১), সামছু  (৩২) ও নূর মোহাম্মদ(২৫)। 

বুধবার (৫ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি জানান, টেকনাফ শালবন রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে ওই পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। তাদের থেকে দেশীয় চারটি রামদা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটকদের মামলা দিয়ে টেকনাফ থানায় সোর্পদ করা হয়ছে।