ট্রেনে উঠে ভিড়ের মধ্যে ছিনতাই, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের সংঘবদ্ধ চার নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।  মঙ্গলবার (৮ মার্চ) সকালে রেল স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- জোসনা আক্তার (৩৫),  সাফিয়া বেগম (৩০), রেজিয়া (২৬) ও নাছিমা আক্তার (৩০)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উসাইল গ্রামের কাচারহাটি পাড়ায়।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে ওই চার নারী ভিড় ঠেলে ট্রেনে ওঠেন। পরে ভিড়ের মধ্যে এক নারী যাত্রীর গলা থেকে সোনার চেইন টেনে নিয়ে দ্রুত নেমে পড়েন। এ সময় ওই যাত্রী চিৎকার করলে স্টেশনের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে উদ্ধার করা চেইন পুলিশ সদস্যরা ওই যাত্রীকে বুঝিয়ে দেন। 

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম বলেন, ‘আটক নারীরা পেশাদার ও সংঘবদ্ধ ছিনতাইকারী। এর আগেও তাদের একাধিকবার আটক করে আদালতে সোপর্দ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’