ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নারীর লাশ মিললো শৌচাগারে

বান্দরবান সদর হাসপাতালের শৌচাগার থেকে বিউটি দাশ (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পু‌লিশ। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ‌সোয়া ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী শহরের কালাঘাটা লিয়াকত আলী পাড়ার চন্দন দাশের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডায়রিয়াজনিত কারণে ওই নারী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে শৌচাগারে যান। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও না আসায় বড় ছেলে ঋত্বিক দাশ মাকে খুঁজতে টয়লেটে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্যরা ছুটে গেলে  গিয়ে লাশ দেখতে পান। খবর দিলে বান্দরবান সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল কর্মকর্তা মো. জিয়াউল হায়দার বলেন, ‘বিউটি দাশ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দুপুরে জানতে পারি, তিনি হাসপাতালের শৌচাগারে গিয়ে আত্মহত্যা করেছেন। পরে আমরা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) কানুন চৌধুরী বলেন, ‘বান্দরবান সদর হাসপাতালের টয়লেট থেকে বিউটি দাশ নামে এক নারীর ঝুলন্ত দাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।’