ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটারে যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজের কারণে সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে এই যানজট লেগেছিল। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

চালক ও যাত্রীরা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১০ কিলোমিটারজুড়ে কিছুক্ষণ পর পর যানজট লাগছে। দাউদকান্দি টোলপ্লাজা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট দেখা দেয়। তবে যানজট স্থায়ী নয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কারকাজের কারণে কুমিল্লা-ঢাকামুখী লেনের প্রায় দেড় কিলোমিটার বন্ধ ছিল। ফলে দুই পাশের যানবাহনকে এক পাশ দিয়ে পালাক্রমে যেতে হচ্ছে। এতে দুই পাশেই যানজটের সৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ৯টা থেকে মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যানবাহনের চাপ ছিল। দুপুর থেকে বিকাল পর্যন্ত যানজট তীব্র হয়। সন্ধ্যার দিকে যানজট কিছুটা কমে গেলেও বিভিন্ন স্থানে যানজট লাগছে। এছাড়া টোলপ্লাজায় টোল গ্রহণে ধীরগতি এবং বাজারগুলোতে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকছে।

কুমিল্লা থেকে রয়েল কোচ বাসে ঢাকায় যাচ্ছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুল মজিদ সিদ্দিকী। তিনি বলেন, দুপুর ১২টায় কুমিল্লা থেকে রওনা দিলাম। বিকাল ৪টায় দাউদকান্দি পর্যন্ত এসেছি। কখন ঢাকায় পৌঁছাবো জানি না।

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস বাসের চালক রফিকুল ইসলাম বলেন, রোজা রেখে সারাদিন গেলো এক জায়গায়। দুপুর ২টায় বাসে উঠলাম। মনে হয় গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। এখনও ঢাকা যাইতে পারিনি। গাড়ির প্রচুর চাপ আর টোল নেওয়ায় ধীরগতির কারণে যানজট লেগেই আছে। যাত্রীদের নিয়ে ইফতার করতে হয়েছে দাউদকান্দি এলাকায়। অনেকে ইফতারও করতে পারেননি। এই স্থানে দোকানপাটও নেই।

সড়ক ও জনপথ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরে কিছুটা যানজট ছিল। তখন আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এরপর যানজট তেমন ছিল না। তবে যানবাহনের চাপ আছে। এজন্য কিছু কিছু স্থানে যানজট লাগছে। গাড়ির চাপ কমলে যানজট থাকবে না।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, যানজট ছিল দুপুরে। এখন গাড়ির চাপ আছে তবে যানজট তেমন নেই। সড়কের সংস্কারকাজের কারণে যানজট লেগেছে। তবে সংস্কারকাজ কাজ বন্ধ করার পর যানজট কমেছে।