কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে সোমবার (১৬ মে)। এরপর ১৭ মে থেকে কুসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।
রবিবার (১৫ মে) ড. সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল আলম সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, নির্বাচন কমিশন ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচিত মেয়র সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত করা হলো।
এ বিষয়ে ড. সফিকুল ইসলাম বলেন, ‘অফিস আদেশ হাতে পেয়েছি। সকলের সহযোগিতায় অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে কাজ করে যাবো।’