চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ, ২ গুদাম সিলগালা

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের দুটি গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের নির্দেশে গোডাউনগুলো সিলগালা করা হয়।

মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা নিষিদ্ধ থাকে। এই সময়ে জেলেদের খাদ্য সহায়তা ভিজিএফের দেড় টন চাল আত্মসাতের অভিযোগে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও সানজিদা শাহনাজ বলেন, ‌‘ট্যাগ অফিসারকে গোডাউন সিলগালা করে দিতে এবং চাল আত্মসাতের মামলা করতে বলেছি।’

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘জেলেদের খাদ্য সহায়তা চাল নির্দিষ্ট সময়ে বিতরণ বিলম্ব হয়। আজ ইউনিয়নের দুটি গোডাউনে বরাদ্দ ৫৩ দশমিক ৬৮০ মেট্রিক টন চালের মধ্যে দেড় টন কম পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি গোডাউন দুটি সিলগালা করার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘এই ইউনিয়নে নিবন্ধিত জেলে ৭৩৮ জন। বরাদ্দ এসেছে ৬৭১ জনের। বরাদ্দকৃত চাল দুই মাসের ৪০ কেজি দরে ৮০ কেজি করে প্রত্যেক জেলে পাবেন। চাল আত্মসাতের ঘটনায় আমি চেয়ারম্যানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনসহ সদর মডেল থানায় মামলা করেছি।’

জেলেদের চাল আত্মসাতের বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীর ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়া যায়নি। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।