ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। মঙ্গলবার (২৪ মে) বিকাল ৩টায় নগরের ষোলশহর দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুরাদপুর গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

মুরাদপুরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ হামলা বেছে নিয়েছে। গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন ছিল। ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।

সেখানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, নুর নবী মহররম, নুর জাফর নাঈম রাহুল, আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন বাপ্পি, আল মামুন সাদ্দাম, এনামুল হক প্রমুখ।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সকাল ৯টার দিকে শহীদ মিনার এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের পর ছাত্রদলকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আর ছাত্রলীগের নেতাকর্মীরা তখনও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পরে ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আবারও একত্রিত হয়ে কার্জন হল থেকে ক্যাম্পাসের দিকে আসতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের বাধা দেয়। এতে দোয়েল চত্বরে আবারও উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।