দালাল ধরতে ভূমি অফিসের চা-কম্পিউটার দোকানে অভিযান

চট্টগ্রামে ভূমি অফিসে দালাল বিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুর ২টায় নগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
তার নাম জানে আলম। তিনি নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। পরে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ জরিমানা করেন। 
তিনি জানান, এক সেবাগ্রহীতার কাছ থেকে ভূমি নামজারি করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও পক্ষে নোটিসে স্বাক্ষর দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। 

সহকারী কমিশনার আরও জানান, পরে তাকে অর্থদণ্ড করা হয়। জানে আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে ও মানবিক দিক বিবেচনা করে কারাদণ্ড দেওয়া হয়নি। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দালাল ধরতে অফিসের বাইরে অবস্থিত বিভিন্ন চায়ের দোকান ও কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে অনেক দালাল টের পেয়ে পালিয়ে যায়।