চট্টগ্রাম কাস্টমসে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায়

২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে মোট আদায় করেছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা। বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে এই তথ্য জানা গেছে।

কাস্টমস কমিশনার এম ফখরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া বকেয়া পড়েছে তিন হাজার ৮৮৪ কোটি ৪৩ লাখ টাকা। বকেয়াসহ হিসাব করলে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৪০ কোটি টাকা।

তিনি আরও জানান, বকেয়ার মধ্যে পেট্রোবাংলার কাছে তিন হাজার ৬৯৯ কোটি ২৮ লাখ, পদ্মা অয়েল কোম্পানির কাছে ১১৬ কোটি ৭৩ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের কাছে ২৮ কোটি ৪০ লাখ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের কাছে ৫৭ লাখ, সামিট এলএনজির কাছে পাঁচ কোটি ১১ লাখ, এক্সিলারেট এনার্জির কাছে ১৩ লাখ ও বাংলাদেশ পুলিশের কাছে ৩৪ কোটি ২১ লাখ টাকা বকেয়া রয়েছে।