স্ত্রীর রহস্যজনক মৃত্যু, রিমান্ডে কাউন্সিলর পুত্র

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলরের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী নওশাদুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার নওশাদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শনিবার (২ জুলাই) সকাল ১০টায় নগরীর পাহাড়তলী থানাধীন শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে রেহনুমার লাশ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে রেহনুমার স্বজনদের দাবি, তাকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। অভিযোগ উঠেছে যৌতুকের দাবিতে রেহনুমাকে বিভিন্ন সময়ে নির্যাতন করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় মামলা করেন। ঘটনায় রেহনুমার স্বামী নওশাদ আমিন ও  শাশুড়ি মোছা. পপিকে আসামি করা হয়। ঘটনার পর স্বামী নওশাদকে পুলিশ গ্রেফতার করে। তবে পালিয়ে গেছেন শাশুড়ি পপি।