আরসার ফতোয়া কমিটির চেয়ারম্যান আটক

মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নেতা ফতোয়া কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদকে (৪৮) আটক করেছে ১৪-এপিবিএনের সদস্যরা।

শুক্রবার (৯ জুলাই) রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

শনিবার সকালে ১৪-আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, রাতে আরসার সাংগঠনিক কার্যক্রম চালাতেন নূর মোহাম্মদ। সব সময় ছদ্দবেশে চলতেন। তাই সহজে তার অপকর্ম চালিয়ে যেতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী সংগঠনটি। পরে তারা আরসা নামে কাজ শুরু করে। সশস্ত্র এই সংগঠন রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। অনেকের মতে, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার যোগাযোগ রয়েছে।