শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের, মারা গেছে শিশুটিও

খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুরে চেঙ্গী নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে যায় উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ৭ বছর বয়সী শিশুপুত্র  শামীম। শিশুটিকে বাঁচাতে গিয়ে আলমগীর হোসেন নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। শিশুটিও মারা গেছে পানিতে ডুবে।

আলমগীর হোসেন শালবন শাপলা মোড় এলাকার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। তার বয়স ২৬ বছর। পেশায় ইটভাটার শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, চেঙ্গী নদীর তীরবর্তী ইটভাটায় কাজের অবসরে দুপুরের খাবার খেতে বসেছিল আলমগীর হোসেন। এসময় শিশু শামীম নদীর পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে আলমগীর পানিতে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, এটি নিছক একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।