গ্যাস সংকট, চট্টগ্রামে সার কারখানা বন্ধ

গ্যাস সংকটে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০টা থেকে এই কারখানার উৎপাদন বন্ধ করা হয়। 

বুধবার দুপুরে সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মইনুল হক বাংলা ট্রিবিউনকে জানান, গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ চালু করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না। তবে বর্তমানে কারখানায় যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পাওয়া গেলে উৎপাদনে যাওয়া যাবে।

সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সিইউএফএল কারখানা পুরোপুরি সচল রাখতে প্রয়োজন ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ কারখানায় দৈনিক এক হাজার মেট্রিক টন অ্যামোনিয়া এবং ১২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশন) প্রকৌশলীসারওয়ার হোসেন জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাত ১০টায় সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। আগে সিইউএফএলে ৪১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে আবারও গ্যাস সরবরাহ দেওয়া হবে।