বন্দর থেকে অবৈধভাবে বের হওয়া ২ গাড়ি বিদেশি মদ জব্দ

বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া বিদেশি মদভর্তি দুটি গাড়ি নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতভর র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে টেক্সটার্ড ইয়ান, মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। এর মধ্যে গত ২০ জুলাই কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে চীন থেকে টেক্সটার্ড ইয়ান ঘোষণায় আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের পণ্য এবং একই দিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ও ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের পণ্য খালাসে পৃথকভাবে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। প্রতিষ্ঠান দুটির সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে ছিল ডবলমুরিং থানাধীন ৬৯৯ কেবি দেভাশ লেনের জাফর আহমেদ।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিম অনুসন্ধান করে জানতে পারে চালান দুটি সন্ধ্যা সাড়ে ৬টায় বের হয়ে গেছে। এরপর ট্রেইলর নম্বর ট্র্যাক করে গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও হাইওয়ে পুলিশের সহায়তায় গাড়ি দুটি সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়। বর্তমানে সেখানে ইনভেন্ট্রি চলমান আছে।