এমপি জাফর আলমের স্ত্রীকে দুদকের তলব

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক খান মো. মিজানুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে তাকে তলব করা হয়।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। এর পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে মো. মনিরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম নোটিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহেদা বেগমের সম্পদ অনুসন্ধান করা শুরু হয়েছে। নিয়ম মেনেই তার বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। যদি তদন্তে অবৈধ সম্পদ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে শাহেদা বেগম বলেন, ‘দুদকের এমন কোনও নোটিশ আমি পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। কারণ আমি একজন স্কুল শিক্ষিকা। আমার সম্পর্কে এলাকার মানুষ ভালোভাবে জানেন। এটি একটি হাস্যকর বিষয়। তবে এ ধরনের নোটিশ পেলে আইনগতভাবে যোগাযোগ করবো।’