আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলা

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কয়েকজন আইনজীবীর হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পরে আইনজীবী সমিতির অফিসে নিয়েও তাদের লাঞ্ছিত ও মারধর করা হয়।

যুমনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের সিনিয়র স্টাফ রিপোর্টার আরিফুর রহমান সবুজ দাবি করেন, ‘সংবাদ সংগ্রহের জন্য স্টাফ রিপোর্টার আল আমিন চট্টগ্রাম আদালত ভবনে যান। আদালত প্রাঙ্গণে ওঠার সময় গাড়ির হর্ন বাজালে কয়েকজন আইনজীবী এগিয়ে এসে হর্ন বাজানোর কারণ জানতে চান। এ নিয়ে সাংবাদিক আল আমিনের সঙ্গে আইনজীবীদের বাগবিতণ্ডা হয়। সেখানেই তাকে মারধরের পাশাপাশি লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও করেন ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। ভিডিও করার কারণে তাকেও মারধর করা হয়। পরে দুজনকেই সমিতির অফিসে নিয়ে পুনরায় মারধর ও লাঞ্ছিত করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন দাবি করেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে কারা কারা জড়িত আছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’