নদীর মোহনায় তলিয়ে গেলো মালবাহী ট্রলার

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন (৩৫)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মেঘনা নদীর মোহনার রনাগোয়াল নামক স্থানে ট্রলারটি মালামাল ও চার জনসহ ডুবে যায়। পরে ট্রলারে থাকা তিন জনকে নৌপুলিশ উদ্ধার করতে পারলেও সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি মাঝি দেলোয়ারের।

উদ্ধার হওয়া মিজান ছৈয়াল বলেন, তারা ঢাকা থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও মুদি মালামাল নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। রাতে শহরের ট্রাকঘাট এলাকায় অবস্থান করেন। সকালে সেখান থেকে ডাকাতিয়া নদী হয়ে মেঘনা মোহনায় এলে দুর্ঘটনার কবলে পড়েন। ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে মোহনা থেকে ট্রলারটি ডুবতে ডুবতে রনাগোয়াল নামক স্থান পর্যন্ত চলে যায়। এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশ এসে তাদের তিন জনকে উদ্ধার করে। তবে মাঝি দেলোয়ার পানিতে তলিয়ে যান।

চাঁদপুর নৌ-থানার এসআই রেদওয়ান বলেন, সংবাদ পেয়ে আমরা ওই এলাকা থেকে তিন জনকে জীবিত উদ্ধার করি এবং মাঝি দেলোয়ার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা সারাদিন উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজ মাঝির স্বজনদের খবর দেওয়া হয়েছে।