কক্সবাজারে উখিয়ায় পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় বন্দুকসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে থাইংখালীর তেলখোলা এলাকার ছাদেরখোলা পাহাড়ি এলাকা থেকে এসব অস্ত্রশস্ত্র এবং বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। যৌথভাবে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এ সময় উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম, থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তেলখোলার ছাদেরখোলা এলাকার একটি আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র, ধারালো দা, কিরিচ, বিপুল পরিমাণ সরঞ্জামাধি ও বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করতে সক্ষম হয়।
উখিয়ার ইউএনও ইমরান হোসাইন সজীব জানান, ‘তেলখোলা এলাকার ছাদেরখোলার এলাকার পাহাড়ি ঝুঁপড়ি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় অস্ত্র ও ড্রেজারসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।