চট্টগ্রামে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান (২৬)। তিনি কর্ণফুলী জেলার বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়। এর আগে বুধবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসেই ডেঙ্গুতে চট্টগ্রামে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে গত জুন মাসে ১৭, জুলাইয়ে ৫০, আগস্টে ৭৬ ও সেপ্টেম্বরে ৪৩৪ জন আক্রান্ত হয়েছে। গত চার মাসে আক্রান্ত ৫৭৭ জনের মধ্যে ৭০ শতাংশই চট্টগ্রাম নগরের বাসিন্দা।