টিসিবির তেল মজুতে লাখ টাকা জরিমানা 

ন্যায্যমূলে বিক্রি করার জন্য সরবরাহ হওয়া টিসিবির বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুতের অভিযোগে নগরীর চান্দগাঁও থানাধীন কাজীরহাট মোহরায় অবস্থিত ১২ আউলিয়া বাণিজ্যালয়কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের কর্মকর্তাদের অভিযানে এই জরিমানা করা হয়। 

অভিযানে মোহরা এলাকার আলহা ট্রেডার্সকে বোতলজাত তেল বেশি দামে বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় ১৫ হাজার টাকা এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থিত আঞ্জুমান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ২০ হাজার  টাকা  জরিমানা করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠান‌কে এক লাখ ৩৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
 
অভিযানে নেতৃ‌ত্বে দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।