‘পণ্য পরিবহনে বিধিনিষেধ দিলে জিনিসপত্রের দাম বাড়বে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সারা দেশের সড়কে এক নিয়ম, আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেক নিয়ম তা গ্রহণযোগ্য নয়। সারা দেশের কোথাও ওজন স্কেল নেই, কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোড স্কেল বসানো হয়েছে। এটা ঠিক নয়। পণ্য পরিবহনে যদি এভাবে বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে পণ্যের ব্যয়ে প্রভাব ফেলবে। জিনিসপত্রের দাম বাড়বে।’

সোমবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারা দেশে যে নিয়ম সে নিয়ম চালু করতে বিষয়টি নিয়ে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলবেন উল্লেখ করে  বলেন, ‘বর্তমানে ১৫১টি দেশে আমাদের ওষুধ রফতানি হয়। আমাদের সিরামিক প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়। পশ্চিমা দেশগুলোর ফাইভ স্টার হোটেলেও বাংলাদেশি সিরামিক পণ্য দেখতে পেয়েছি।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানির সুযোগ হয়েছে এবং তা ধীরে ধীরে বাড়ছে। আমাদের রফতানির শীর্ষে পোশাকশিল্প। আমরা চাইছি, অন্যান্য অফিসিয়াল আইটেমগুলোর রপ্তানি বাড়াতে। গত দুই বছরে আমাদের চার-পাঁচটা আইটেম বিলিয়ন ডলার স্পর্শ করেছে।’

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।