কাল খুলছে ১৮৩ কোটির ৪২ সেতুর দরজা

খাগড়াছড়িতে সোমবার (৭ নভেম্বর) সাধারণ মানুষের চলাচলে খুলে দেওয়া হচ্ছে ৪২টি সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাগড়াছড়ির এসব সেতুর উদ্বোধন করবেন। ইতোমধ্যে সেতুর উদ্বোধন উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও আশপাশে ব্যাপক প্রস্তুতি চলছে। ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে শহরের সড়কগুলো। 

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, ৪২টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৮৩ কোটি ৬০ লাখ টাকা। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব সেতু নির্মাণ করা হয়েছে। 

সোমবার সকাল ৯টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। 

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগর নির্বাহী প্রকৌশলী মাহামুদ আল নুর সালেহীন বলেন, পার্বত্য চট্টগ্রামে বেইলি ব্রিজের পরিবর্তে সরকার আরসিসি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর আওতায় তিন পার্বত্য জেলার সব বেইলি ব্রিজকে পর্যায়ক্রমে আরসিসি ব্রিজে রূপান্তরের কাজ চলছে।