মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেলো যুবকের পা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে মো. বেলাল (৩৭) নামে এক যুবকের ডান পা উড়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে মিয়ানমার সীমান্তের কয়েক কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘ‌টে।

বেলাল কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছ‌ড়ির ৪৬ ও ৪৭ পিলা‌রের কাছে সীমা‌ন্তের ওপা‌রে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে চোরাই গরু আন‌তে যান বেলাল। এ সময় স্থলমাইন বিস্ফোরণে তার ডান পা উড়ে যায়। প‌রে তাকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে কক্সবাজার সদর হাসপাতা‌লে নি‌য়ে যান স্থানীয়রা।

এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, বিষয়টি তিনি স্থানীয় প্রশাসন‌কে জা‌নি‌য়ে‌ছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহাজাহান ব‌লেন, ‘মাইন বিস্ফোরণে বেলাল নামে বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে শুনেছি। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’