প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।  

ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবার অভিযোগ, মারধরের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান। সেখানে তার ছেলেসহ আরেক শিশুকে রক্তাক্ত ও জখম অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন বলেন, ‘শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। তাদের গায়ে তোলা ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসাইন চৌধুরী জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে প্রতিবেদন জমা দেবো।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কোনও সুযোগ নেই। ইতোমধ্য এ ঘটনায় আমাদের তদন্ত কমিঠি কাজ করছে। প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’