কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী বিজয় মেলা

‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’ স্লোগানে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। নগরের কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে বুধবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম ক্লাবে মরহুম আবদুল খালেক ইঞ্জিনিয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস এ কথা জানান।

তিনি বলেন, চট্টগ্রামে ১৯৮৯ সালের পর গত ৩৩ বছর ধরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হচ্ছে। যা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দিনের ধারাবাহিকতা রক্ষা করে মুক্তিযুদ্ধের চেতানাকে শাণিত করার লক্ষ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবারও বিজয় মেলার আয়োজন হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারা দেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রগতিশীল মন-মানসিকতা উদ্বুদ্ধ সবার কাছে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সু-প্রতিষ্ঠিত। দীর্ঘ ৩৪ বছরে চলার পথে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার গতি কখনও দুর্বার আবার কখনও শ্লথ ছিল। কখনও কখনও এ আয়োজন থমকে গেছে।

ইউনুস বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এবার অসংখ্য অনুষ্ঠান মালার আয়োজন করবে। যার মধ্যে থাকছে- মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান সবচেয়ে আকর্ষণীয় আয়োজন। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, বিজয় শিখা প্রজ্বালন, বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও নারী সমাবেশ।

তিনি আরও বলেন, ১৩ ডিসেম্বর বিকেল ৩ টায় এম এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর সম্মুখে মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বালন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। ১৫ ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের বিজয় মেলার আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বদিউল আলম, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি, পান্টুলাল সাহা, সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, চৌধুরী ফরিদ, আবুল হোসেন আবু, মো. ইউসুফ, নৌ কমান্ডো আনোয়ার হোসেন, কালাম, রাজেস ইমরান, আরফাতুল ইসলাম ঝিনুক প্রমুখ।