টিসিবির পণ্য মজুদের দায়ে ২৫ দিনের জেল 

রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

অভিযান সূত্রে জানা যায়, কাঁঠালতলী এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের মালিক মো. বশির আহমেদ (৫০) অবৈধভাবে দীর্ঘদিন যাবত টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলেন। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসান ট্রেডার্সের স্টোর রুম থেকে ১৮০ লিটার সয়াবিন তেল এবং ৮৬ কেজি মসুর ডাল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বশির আহমেদ নামে এক অসাধু ব্যবসায়ীর কাছে অবৈধভাবে মজুদকৃত টিসিবি পণ্য পাওয়া যায়। আমরা তাকে অভিযুক্ত পাওয়ায় আইন অনুসারে তাকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ব্যাক্তি কিভাবে টিসিবি পণ্য সংগ্রহ করছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জব্দকৃত মালামাল এতিমখানায় বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, বাজার মনিটরিংয়ের পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।