২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পৌনে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন এলাকার লাল বাজার নামক স্থানে ট্রেনের ইঞ্জিন ব্রেক বিকল হলে এই পথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এতে ট্রেনের কয়েকশত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে অপর একটি রেলওয়ে ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পুরো ট্রেনের বগিগুলো সরিয়ে নিয়ে আসে। ট্রেনের বিকল ইঞ্জিনটি সরিয়ে আনার পর পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম উদ্দিন শিকদার জানান, বিকল ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।