নিষেধ অমান্য করে মাছ ধরায় ৯৭ জেলে আটক

জাটকা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে নদীতে মাছ ধরায় ৯৭ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে বুধবার ৫৪ জনকে এবং বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৩ জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও জাটকা। 

শুক্রবার (১০ মার্চ) এ তথ্য জানান নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, আটকদের মধ্যে বেশিরভাগ জেলেকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা তৎপর আছি। দুই নদীর বিভিন্ন এলাকায় ঘোরার সময় জেলেদের জাটকা নিধন করতে দেখে নৌপুলিশ। পরে তাদের জাল ও মাছ ধরার নৌকাসহ আটক করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণে এমন অভিযান চলবে।’

প্রসঙ্গত, ছয়টি অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল এই দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় জাটকা মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।