লালমাই উপজেলা পরিষদ নির্বাচন

দুই প্রার্থীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে নৌকা জয়ী

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে অন্য প্রার্থীদের চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী কামরুল হাসান শাহীন। তিনি পেয়েছেন ২৩ হাজার ৪৬ ভোট।

কামরুল হাসান শাহীন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের ছেলে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হয়। রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম ফল ঘোষণা করেন।

এই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপরীতে লড়েছেন দুই বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার পেয়েছেন আট হাজার ৮২১ ভোট। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুন অর রশিদ মজুমদার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪৬ ভোট। উপজেলায় মোট ভোটার এক লাখ ৫৭ হাজার ২১৭ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৬ হাজার ৯৩১ জন। ভোট বাতিল হয়েছে ১৩৬টি। 

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান চশমা প্রতীকে ১৯ হাজার ৪৭৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ মোতালেব তালা প্রতীকে ১৫ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা ফুটবল প্রতীকে ২২ হাজার ১৬৪ ভোট পেয়ে জয়ী হন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এখন পর্যন্ত কোনও প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ আসেনি।’