চলন্ত ট্রেন থেকে পড়া অজ্ঞাত শিশুটি মারা গেছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ১০ বছর বয়সী অজ্ঞাত শিশুটি মারা গেছে। শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি দুই দিন ওই হাসপাতালে অচেতন অবস্থায় ছিল।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, গত বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বিজয়নগর উপজেলার মেরাশানি রেলওয়ে স্টেশনে অতিক্রমকালে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ১০ বছর বয়সী ছেলে শিশুটি। স্থানীয়রা তাওকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা গেছে।

তিনি আরও বলেন, শিশুটির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর নামের একটি সংগঠনের কাছে তার লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।