সেনাবা‌হিনীর টহলদল দেখে কেএনএফের গু‌লি

বান্দরবানের রুমার জাইঅংপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেএনএফের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৮‌ সেপ্টেম্বর) বেলা ১১টার দি‌কে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটক কেএনএফের সদস্য বয় রাম বম (২৫) রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়ার জারেম লাল বমের ছেলে। 

সেনাবাহিনীর কয়েকটি সূত্র ও স্থানীয়রা জানায়, কেএনএফ সদস্যরা রুমা বাজার এলাকায় চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর টহল দল সেখানে যায়। এ সময়ে কেএনএফ সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য ক‌রে গু‌লি চালায়। সেনাবাহিনীও আত্মরক্ষা‌র্থে পাল্টা গু‌লি চালালে কেএনএফের এক সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার ক‌রে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়। এ সময় তার কাছ থেকে এক‌টি অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগু‌লির ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছে বলে শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই।’