ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে লোহার রড বোঝাই একটি লরি। বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকাগামী লাইনে এ ঘটনা ঘটে।

এতে লরি চালক আহত হয়েছেন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ৩০ মিনিট চেষ্টা করে বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম দুলাল বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি লরিতে অগ্নিসযোগ করা হয়। লরিটা লোহার রড নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে এ আগুন লাগানো হয়।

বিএনপির তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী লরিতে এ আগুন দেওয়া হয়। 

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, লোহার রড বোঝাই একটি লরিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনে লরিটা পুড়ে গেছে। লরি চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে।