বিদেশি পিস্তল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল বিক্রি করতে যাওয়া দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাছান গাজী শাকিল (২২)। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশে ঘটনাস্থল আসে। শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, অস্ত্রটি বিক্রির উদ্দেশে তারা ঘটনাস্থলে আসে। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।