পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় ১০ লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার সেগুন বাগান চন্দ্রনগর আবাসিক সোসাইটির ২ নম্বর জালালাবাদ এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণের দায়ে মিজানুল হক চৌধুরী নামে এক ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ১ এপ্রিল কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও পরিদর্শক মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পান, নতুন করে কয়েকটি টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। এসব ঘর নির্মাণের জন্য মিজানুল হক চৌধুরী প্রায় ১২০০ ঘনফুট পরিমাণ পাহাড় কেটেছেন।

এ অভিযোগে মিজানুল হক চৌধুরীকে মঙ্গলবার কার্যালয়ে শুনানিতে অংশ নিতে নোটিশ করা হয়। শুনানিতে উপস্থিত হয়ে মিজানুল হক ১০০০ ঘনফুট পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেন। এর দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭-এর ক্ষমতাবলে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই টাকা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।