ইসমাইল নামে এক ব্যক্তিকে সাপে কেটেছে বলে অর্ধ-অচেতন অবস্থায় ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠালে পথেই মৃত্যুবরণ করেন ওই রোগী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন ফেনীর সিভিল সার্জন ডা. মো শিহাব উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. ইসমাইল (৪৫) নামে এক ব্যক্তিকে অর্ধ-অচেতন অবস্থায় জরুরি বিভাগে আসেন তার স্বজনেরা। তারা জানান, ৫ ঘণ্টা আগে ইসমাইলকে সাপে কামড়িয়েছে। যদিও কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে কোনও সাপে কামড়ের দাগ বা কোন লক্ষণ খুঁজে পাননি। ডাক্তারের জিজ্ঞাসায় রোগীর লোকজন কোনও সাপ দেখেননি বলেও জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় রোগীর রক্তচাপ ৮০/৩০ মিমি এবং হৃৎস্পন্দন ১২০ (মিনিট)। রোগীর শরীরের তাপমাত্রা ঠান্ডা ছিল বিধায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সরকারি অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করেন। সোনাগাজী থেকে ফেনীর দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাতে অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পথেই তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে। কোনও বিষধর সাপে কাটা রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকলে তাকে অ্যান্টিভেনম নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সংবলিত হাসপাতালে দেওয়া প্রয়োজন। সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক, ওঝা, গ্রাম্য চিকিৎসা পরিহার করে দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালে নেওয়ার জন্য জেলার লোকজনকে অনুরোধ করেছেন সিভিল সার্জন।