কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন

বিএনপি ১৩টি, আ.লীগ ৪টি পদে বিজয়ী

comilla bar picকুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতরা ১৩টি এবং আওয়ামী লীগ সমর্থিতরা চারটি পদে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ১৭টি পদে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এ বছর ৮২৯ জন ভোটারের মধ্যে ৭৯১ জন ভোট প্রদান করেন। শুক্রবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়ীরা হচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি অ্যাডভোকেট সফিকুল আলম। সহ-সভাপতির দুটি পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মোসলেম মিঞা ও বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবু নছর আব্দুল কাদের ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মফিজুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ (৩)। ট্রেজারার পদে বিএনপি সমর্থিত অ্যাড. মো. মনিরুল ইসলাম। লাইব্রেরি সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত অ্যাড. আবু মুছা ভূঁইয়া। সেক্রেটারি এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস অ্যান্ড ফার্নিচার পদে বিএনপি সমর্থিত অ্যাড. আলম মাহমুদ সাগর। সহকারী এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস অ্যান্ড ফার্নিচার পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. খন্দকার মারুফ। সেক্রেটারি রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়া মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সাতটি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. কুলসুম আক্তার, বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. নূর জাহান খান, অ্যাড. মো. শুক্কুর আলী সাফী, অ্যাড. মো. আজাহারুল ইসলাম, অ্যাড. মোতাহার হোসেন,  অ্যাড. মো. ফজলুর রহমান কামাল ও অ্যাড. মো. তরিকুল ইসলাম মজুমদার।

/বিটি/এএইচ/