চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফরহাদুল আলম রোকন (২৫) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার উত্তর গোদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ফরহাদুল আলম কানুগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভা ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি বোয়ালখালী পৌরসভার উত্তর গোমদন্ডী আব্বাস আলী চৌকিদার বাড়ির মৃত আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশে ফেরেন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ, ফরহাদুল আলম প্রবাসে থেকে তার ফেসবুক আইডি থেকে এলাকার রাজনৈতিক দল, ব্যক্তিকে নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি দুবাই থেকে দেশে আসেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর ২টার দিকে এলাকার মানুষ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আটক ফরহাদুল আলমের স্বজন নুরুল ইসলাম নামে ব্যক্তি দাবি করেন, ফরহাদ কোনও রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি প্রবাসী। তার ওপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি সরোয়ার আলম বলেন, জুমার নামাজ শেষে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফরহাদুল আলম নামের এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।