নাব্য সংকটের কারণে কর্ণফুলী নদীতে ড্রেজিং শুরু হওয়ায় চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে আগামী ১৮ মে ভোর পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
তিনি জানান, শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে ফেরিতে ওঠার পল্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে।
এ সময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌপথে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।