কিশোর গ্যাং তৈরির অভিযোগে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রামঘাটলা এলাকায় অভিযানে একজনকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এ সময় একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৬ মে) এই রামঘাটলা আওয়ামী লীগ অফিসের পাশে ওই যুবকের বাসায় অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

অস্ত্রসহ আটক যুবক রুদ্র চন্দ্র দাস (২২)। তিনি রামঘাটলা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন স্থানীয় স্বপন চন্দ্র দাসের ছেলে। পেশায় তিনি একজন অনলাইন ব্যবসায়ী।

জানা গেছে, আটক রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং তৈরি করে। তারা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, রুদ্রকে আটক করা হয়েছে। তার কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।