লক্ষ্মীপুরে নারী শ্রমিককে নির্যাতনের ঘটনায় মূল হোতা গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে নারী শ্রমিক খুরশিদা বেগমকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি নুরা হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে রামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।Laxmipur asami pic 02.04.2016

এর আগে স্থানীয গ্রামবাসীর বিক্ষোভ ও দাবির মুখে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের নির্যাতিতার বাড়ি খোঁজ খবর এবং তার চিকিৎসা ও মামলার দায়িত্ব নেন । পরে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে খুরশিদা বেগমকে নির্যাতনকারী আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, বাকি আসামিদেরকেও খুব দ্রুত গ্রেফতার করা হবে। এসময় অতিরিক্তি পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা বিশেষ শাখার কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তোতা মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ মঙ্গলবার বিকালে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার পথে খুরশিদা বেগমকে ঘরের ভেতর ডেকে নিয়ে তাকে কুপ্রস্তাব ও খারাপ কথা বল নুরা হোসেনসহ আরও কয়েকজন। খুরশিদা তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। এর এক পর্যায়ে নুরা, হাসিনার ভাই আজিজ, ছেলে ফারুক হোসেনসহ চার-পাঁচজন ওই খুরশিদাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করে। ঘটনার সময় খুরশিদার মাথার চুল কেটে দেয় তারা। পরে স্থানীয়দের সহায়তায় ওই নারী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে  বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। একই দিন থানায় মামলার পর অভিযুক্ত আসামি হাসিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

/এআর/