চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ: সেতুমন্ত্রী

Photo munshiganj 23.05 (1)

চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরও নিয়ন্ত্রিত হতে হবে। তাদের বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থার প্রয়োজন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় ও হলদিয়া এলাকায় পৃথক দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে গেছে।   

আরও পড়তে পারেন : নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী, বিএনপির একক প্রার্থী


পদ্মাসেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে পদ্মাসেতুর শতকরা ৩৪ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত সেতুর ১১টি পিলারের পাইলের কাজ শেষ হয়েছে।    

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান উসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের এএসপি শামসুজ্জামান বাবু, মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।

/এআর/টিএন/