সাভার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

ইউপি নির্বাচন ২০১৬সাভার উপজেলার সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে আদালত। সীমানা জটিলতা নিয়ে বিএনপির প্রার্থী গোলাম মোস্তফার একটি রিট আবেদনের প্ররিপেক্ষিতে বুধবার আদালত এ নির্দেশ দেন। সাভারের উপজেলার নির্বাচন অফিসার মোমিনুল হক সাভার সদর ইউনিয়ন নির্বাচনের স্থগিত বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সীমানা জটিলতা রয়েছে। ওই ওয়ার্ডের ভোটার সদর ইউনিয়নের আওতায়। তবে সাভার পৌরসভা ওই ওয়ার্ডের গ্যাজেট এখনো পৌরসভায় রয়েছে বলে তিনি জানান। আর এ কারনেই সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় তিনি আদালতে একটি রিট আবেদন করেন। আদালত ওই রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ক্ষোভের সঙ্গে বলেন, সীমানা জটিলতার রিট আবেদন বিএপির প্রার্থী অনেক আগেই করতে পারতেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নিশ্চিত পরাজয় হবে বুঝতে পেরে তিনি নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে পূর্ব পরিকল্পিতভাবে এ চক্রান্তটি করেছেন।

নির্বাচন কমিশনের স্থগিতের নির্দেশ অনুযায়ী তার ইউনিয়নে সকল প্রচারণা বন্ধ করে দিয়েছেন বলে সোহেল রানা জানান।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাচন কমিশনার মোমিনুল হক বলেন, সাভার সদর ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে বিএনপির প্রার্থী গোলাম মোস্তফার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে। ওই আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সদর ইউনিয়নে নির্বাচন স্থগিত করেন বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বাজেট পেশ হবে তাই হিলি, বেনাপোল স্থলবন্দর শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ, বুড়িমারী সচল

/টিএন/এইচকে/