নির্বাচিত হলেও গেজেটে নাম আসেনি ইউপি সদস্যের

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান খান আর নির্বাচন কমিশনের গেজেটে নাম ছাপা হয়েছে মোশাররফ হোসেনের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় মডেল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
২নং ওয়ার্ডের মেম্বার তৃতীয় স্থান অধিকারী মোশারফ হোসেনকে বিজয়ী দেখিয়ে ফলাফল প্রকাশ করেছেন ওই ইউনিয়নের রিটানিং অফিসার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহনেওয়াজ।
এ ব্যাপারে ওই ইউনিয়নের রিটানিং অফিসার ডা. শাহনেওয়াজ জানান ভুল করে পরাজিত প্রার্থীর নাম গেজেটে ছাপা হয়েছে। ইতোমধ্যে ভুল সংশোধনীর জন্য পাঠানো হয়েছে। শিগগিরই বিজয়ী প্রার্থীর নাম গেজেটে সংশোধনী হিসেবে ছাপা হবে।

শিবালয়  মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফলাফলে বিজয়ী মাহফুজুর রহমান খান জানান, প্রতিদ্বন্দ্বী চার জন প্রার্থীর মধ্যে তিনি ভোট পেয়েছে ৮৩৭ ভোট। আর তৃতীয় স্থান অধিকারী মোশারফ হোসেন পেয়েছেন ৪৮৪ ভোট। নির্বাচন কমিশনের গেজেটে মেম্বার তৃতীয় স্থান অধিকারীর নাম লিপিবদ্ধ হয়েছে। এ ব্যাপারে তিনি রিটানিং অফিসারের কাছে আপত্তি জানিয়েছেন বলে জানান।

উল্লেখ্য,এই ইউনিয়নে তৃতীয় ধাপের গত ২৩ এপ্রিল নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুন: পাউবো’র মহা-পরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ

/এইচকে/