‘ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না’

ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে) সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন।

নারায়ণগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে জঙ্গিদের হামলার আশঙ্কা মাথায় রেখেই এবার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। প্রতিটি ঈদগাহে থাকবে বাড়তি নিরাপত্তা।’

ঈদের আগের দুইদিন মহাসড়কে কোনও যানজট না থাকার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে ও পরে মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে পুলিশকে নিয়োজিত রাখা হয়েছে। যানজট নিরসনে তারা সার্বক্ষণিক কাজ করছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন, নির্বাহী প্রকৌশলী আলিবুল ইসলাম, ভুলতা ফ্লাইওভার প্রকল্প পরিচালক রিয়াজুল ইসলাম, রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন প্রমুখ।

/এমও/