মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শরীয়তপুরশরীয়তপুরের গোসাইরহাটে মোবাইল ফোন চুরির অভিযোগে ফিরোজ সরদার (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  রবিবার (১৬ অক্টোবর) ভোর রাতে গোসাইরহাট উপজেলা সদরে সুমাইয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে সুমাইয়া হোটেলে গেলে মোবাইল চুরির অভিযোগে  ফিরোজকে ধরে গণধোলাই দেওয়া হয়। পরে হোটেল মালিক আব্দুস সালাম পেদা তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ফিরোজকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফিরোজ সরদার (২০) উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামের সবুজ সরদারের ছেলে।

এদিকে নিহতের মা মাহমুদা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে হোটেল মালিক আব্দুস সালাম পেদা তার ছেলেকে ডেকে নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করে।

তবে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, গণধোলাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্ত সাপেক্ষে সেব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- 


ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আসছে নতুন কওমি বোর্ড

/এফএস/