ধামরাইয়ে যুবককে শ্বাসরোধে হত্যা

সাভারধামরাইয়ে ইউনুস সরদার (২৯) নামে এক যবুককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টায় ধামরাইয়ের কালামপুর এলাকার এক কলা বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে মাদক সেবন ও ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত যুবক কুষ্টিয়া সদরের কমলাপুর এলাকার আবদুল সাত্তার সরদারের ছেলে ও ধামরাইয়ের বিলট্রেট স্টীল কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকার একটি কলা বাগানের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি তারা ধামরাই থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা অথবা সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

/এইচকে/

পড়ুন: দৌলতপুরে ২১ জেলেকে কারাদণ্ড, ৬ জনকে অর্থদণ্ড