শরীয়তপুরে ২৮ জেলের কারাদণ্ড

শরীয়তপুরনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে শরীয়তপুরের জাজিরায় ২৮ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিনভর নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নদীতে ইলিশ মাছ শিকার বন্ধ রাখার জন্য রবিবার দিনভর র‌্যাব-৮ এর কয়েকটি দল জাজিরার পালেরচর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় ২৮ জেলেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৮ জেলের কারাদণ্ড হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখছে ইংল্যান্ড