‘আইভীর পায়ের তলায় মাটি নেই’

নির্বাচনি প্রচারণায় সাখাওয়াত হোসেন খান
‘দিন দিন ধানের শীষের জোয়ার বাড়ছে। এ গণজোয়ার দেখে আইভী বুঝতে পারছেন তার অবস্থা ভালো নয়। তার পায়ের তলায় মাটি নেই।’ আজ রবিবার (১১ ডিসেম্বর) নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা ও গণসংযোগের সময় আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

শহরের ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় সাখাওয়াত বলেন, ‘যতই দিন যাচ্ছে, বিএনপি আর ধানের শীষের পক্ষে জোয়ার বাড়ছে। এ গণজোয়ার দেখে আইভী বুঝতে পারছেন তার অবস্থা ভালো না। শামীম ওসমানের সংবাদ সম্মেলনে প্রতীয়মান হয়েছে যে নির্বাচনকে প্রভাবিত করা হবে। এসব কারণেই আইভী সেনা মোতায়েন চাচ্ছেন না। অথচ গত নির্বাচনে আইভী সেনা মোতায়েনের দাবিতে সোচ্চার ছিলেন।’

আইভীকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে সাখাওয়াত বলেন, ‘তিনি বুঝে গেছেন যে তার পায়ের তলায় মাটি নেই। আইভী দেউলিয়া হয়ে গেছেন। সে কারণেই তিনি এখন নির্বাচনে সেনাবাহিনী চাচ্ছেন না।’

নির্বাচনকে সরকার দলীয় নেতাদের প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সাখাওয়াত।

 আরও পড়ুন:

‘সাখাওয়াত ভাড়াটে প্রার্থী’

নাসিক নির্বাচনে বিরোধ নিষ্পত্তিতে অভিনব কৌশল আ.লীগের

/টিআর/বিটি/